চট্টগ্রাম নগরী ও বিভিন্ন উপজেলায় গতকাল নতুন করে ৪৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৩৬ জন। এছাড়া মারা গেছেন ৭ জন। সব মিলিয়ে গতকাল পর্যন্ত চলতি বছর চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১০৩৪ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের।
চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, চট্টগ্রামে গতকাল আক্রান্ত ৪৮ জনের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ২৫ জন, চট্টগ্রাম সিএমইচে ২ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ৪ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ১৭ জন চিকিৎসাধীন রয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ২৬ জন পুরুষ, ১১ জন নারী এবং ১১ জন শিশু রয়েছেন। গতকাল পর্যন্ত নগরীতে আক্রান্ত হয়েছে ৫৯৯ জন এবং উপজেলায় ৪৩৫ জন।
উল্লেখ্য, গত বছর নগর ও বিভিন্ন উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে মোট ভর্তি হয়েছিল ১৪ হাজার ৮৭ জন। এর মধ্যে মারা যায় ১০৭ জন। এছাড়া ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যান ৪১ জনের, ২০২১ সালে আক্রান্ত হয় ২২১ জন এবং মারা যায় ৫ রোগী।