লোহাগাড়ার আমিরাবাদে অজ্ঞাত গাড়ির চাপায় মো. নাজিম উদ্দিন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছে নিহতের ভাগিনা।গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের রাজঘাটা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নাজিম উদ্দিন একই ইউনিয়নের কামারদিঘীর পাড়স্থ বারেক চৌধুরী পাড়ার নুরুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাজিম উদ্দিন মোটরসাইকেল যোগে তার বোনের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে ভাগিনাকে নিয়ে ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তারা পড়ে যান এ সময় চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে সে প্রাণ হারায় এবং গুরুতর আহত হয় ভাগিনা সাঈদ। স্থানীয়রা আহত সাঈদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কের মাঝখান থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন।
নিহতের স্বজনরা জানায়, নাজিম উদ্দিন সৌদিয়া আরব প্রবাসী। ৪ মাস আগে ছুটিতে দেশে আসে। আগামী ২৬ সেপ্টেম্বর সৌদিয়া আরব চলে যাবার কথা ছিল তার।
দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মুহাম্মদ এরফান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।