বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আবুল মঞ্জুরের ইন্তেকাল

| শুক্রবার , ২০ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:২৯ পূর্বাহ্ণ

সাহিত্যিক ও শিক্ষাবিদ প্রয়াত আবুল ফজলের দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আবুল মঞ্জুর বার্ধক্যজনিত রোগে গতকাল বৃহস্পতিবার দুপুর দুইটায় বনানীস্থ নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে….রাজউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

আবুল মঞ্জুর চট্টগ্রাম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা শেষে তৎকালীন রেডিও পাকিস্তানে অনুষ্ঠান প্রযোজক হিসেবে যোগ দেন। পরে তিনি দৈনিক পূর্বদেশে কাজ করেছেন। মুক্তিযুদ্ধে যোগ দিয়ে তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ও সরকারের তথ্য মন্ত্রণালয়ের যুদ্ধ প্রতিবেদক (ওয়ার করেসপণ্ডেন্ট) হিসেবে দায়িত্ব পালন করেন। যুদ্ধের পরে তথ্যচিত্র নির্মাণে ও পরে ব্যবসায়ে যুক্ত হন। আজ শুক্রবার বাদ জুমা বনানী সোসাইটি মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজীবনের প্রতিটি ক্ষেত্রে নবীর (দ.) আদর্শ অনুসরণ করতে হবে
পরবর্তী নিবন্ধগোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের সাধারণ সভা