বিশ্বশান্তি দিবস
১৩৮৮ দিল্লির সুলতান ফিরোজ শাহ তুঘলকের মৃত্যু।
১৫৭৬ ষোল শতকের ইউরোপের অগ্রগণ্য চিকিৎসক জেরোনিমো কারদানো–র মৃত্যু।
১৬৪০ জোয়াও দা সিলভা পর্তুগিজ ভারতের ভাইসরয় হয়ে আসেন।
১৮১৯ প্রখ্যাত বিজ্ঞানী ও বিপ্লবী হোসেসে কাস্টোডিও ফারিয়ার মৃত্যু।
১৮৩৩ নোবেলশান্তি পুরস্কার বিজয়ী (১৯০৭) ইতালির মানব–হিতৈষী এর্নেস্তো তিওদোরো মনেতা–র জন্ম।
১৮৪২ ইংরেজ পদার্থবিজ্ঞানী জেম্স্ ডিউয়ার–এর জন্ম।
১৮৫৪ অবিভক্ত বাংলায় প্রথম ডাকটিকেট বিক্রি শুরু হয়। ডাকটিকেটের চিত্রশিল্পী ছিলেন নুমারউদ্দীন।
১৮৫৭ বিদ্রোহী সিপাহিদের হাত থেকে ব্রিটিশ সেনারা দিল্লি পুনর্দখল করে নেয়।
১৮৬৩ জার্মান ভাষাতাত্ত্বিক ও রূপকথা সংগ্রাহক ইয়াকপ গ্রিমের মৃত্যু।
১৮৬৯ প্রথম যুগের খ্যাতনামা সাংবাদিক ও সম্পাদক গিরিশচন্দ্র ঘোষের মৃত্যু।
১৮৭৮ মার্কিন লেখক ও সমাজ–সমালোচক আপটন সিনক্লেয়ার–এর জন্ম।
১৮৯৮ জার্মান লেখক তাওদর ফনতানে–র মৃত্যু।
১৯৫৭ ফিনিশ সুরস্রষ্টা ঝাঁ সিবেলিয়াস–এর মৃত্যু।
১৯৬৪ আফগানিস্তানের জাতীয় সংসদ নতুন সংবিধান অনুমোদন করে।
১৯৭০ সোভিয়েত রকেট লুনা–১৬ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে।
১৯৭১ নোবেলজয়ী (১৯৬৩) গ্রিক কবি ও কূটনীতিক জর্জ সেফেরিস–এর মৃত্যু।
১৯৭৫ নোবেলজয়ী (১৯৬০) ফরাসি সাহিত্যিক স্যঁ জন পের্স–এর মৃত্যু।
১৯৮৬ ছান্দসিক ও রবীন্দ্র–বিশেষজ্ঞ প্রবোধচন্দ্র সেন–এর মৃত্যু।
১৯৮৬ সিউলে দশম এশিয়াড শুরু হয়।
১৯৯১ উত্তর ভারতে প্রচণ্ড ভূমিকম্পে পাঁচ শতাধিক মানুষ নিহত।
১৯৯১ শিশু সাহিত্যিক ধীরেন্দ্রলাল ধর–এর মৃত্যু।
১৯৯২ আহসান মঞ্জিল জাদুঘর উদ্বোধন করা হয়।
১৯৯৬ বিশ্বের অন্যতম সেরা গণিতবিদ পল এরডোস–এর মৃত্যু।