পতেঙ্গা থানায় হামলা ভাঙচুর মামলার আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২০ সেপ্টেম্বর, ২০২৪ at ৪:৩১ পূর্বাহ্ণ

ছাত্রজনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নগরের পতেঙ্গা থানায় হামলা, ভাঙচুর ও অগ্নি সংযোগ করার অভিযোগে দায়ের করা মামলার আসামি মাসুদ করিমকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নগরের দক্ষিণ পতেঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি মাসুদ করিম (৩৭) একই থানার দক্ষিণ পতেঙ্গার ফুলছড়ি পাড়ার নুর মোহাম্মদের ছেলে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, কোটা সংস্কার আন্দোলন ও ছাত্রজনতার অভ্যুত্থানের পর নগরের পতেঙ্গা থানায় হামলা, ভাঙচুর ও আগুন দেয়ায় জড়িত থাকার তথ্যপ্রমাণ পেয়ে মাসুদ করিমকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সৈকতে ভাসমান দোকান বসিয়ে চাঁদাবাজি, শ্রমিকদের মারধরসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ আছে মাসুদের বিরুদ্ধে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফ স্থলবন্দরের কার্যক্রম ১৬ ঘন্টা পর আবার চালু
পরবর্তী নিবন্ধসংক্ষিপ্ত সিলেবাস চায় শিক্ষার্থীরা, চট্টগ্রাম শিক্ষাবোর্ড ঘেরাও