আনোয়ারায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে সরকারের কাছে ৫ দফা দাবি জানিয়েছে আহলে সুন্নত ওয়াল জামায়াত। গত মঙ্গলবার স্থানীয় একটি রেস্টুরেন্টে মতবিনিময়ে তারা এই দাবি জানান। সভায় আগামীকাল শুক্রবার কালাবিবির দীঘি চায়না রোডে আহলে সুন্নতের সম্প্রীতি সমাবেশ সফল করার আহবান জানান। মতবিনিময় সভায় ছাত্র আন্দোলনে শহীদদের হত্যাকাণ্ডে দায়ীদের বিচার, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন, বন্যাদুর্গত পরিবারগুলোকে পুনর্বাসনসহ মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, মাজার–মসজিদ–মাদ্রাসায় হামলাকারীদের বিচার, শিক্ষা ব্যবস্থা সংশোধনসহ ৫টি দাবি উত্থাপন করেন। আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত লিয়াজোঁ কমিটির আনোয়ারা উপজেলা কমিটির আহ্বায়ক মাওলানা কাজী শাকের আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মওলানা মোসলিম উদ্দীনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, স ম হামেদ হোছাইন, অধ্যাপক সৈয়দ মাহমুদুল হক নঈমী, মাস্টার আবুল হোসেন, স ম নজরুল ইসলাম, স ম শওকত আজীজ, ডি আই এম জাহাঙ্গীর আলম, হাফেজ আব্দুর রহিম, নাজিম উদ্দীন, মাওলানা মফিজুর রহমান, মফিজ উল্লাহ, জাকের সওদাগর, মাওলানা মো. ফিরোজ, এস এম মনির।