নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের পেছনের গোয়ালপাড়া এলাকা থেকে তিন কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মো. খোকনের বিরুদ্ধে মাদকের ৭টি মামলা রয়েছে। গতকাল সকালে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম তাকে গ্রেপ্তার করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্ট মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক রাজিব মিনার আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামির এক কক্ষ বিশিষ্ট টিন শেডের বসতঘর থেকে তিন কেজি গাঁজা, ২০০ পিস ইয়াবাসহ মো. খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মো. খোকন চট্টগ্রামের একজন শীর্ষ মাদক ব্যবসায়ী জানিয়ে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে এমন অভিযান চলবে।