সিএসইতে লেনদেন ৮.৪০ কোটি টাকা

আজাদী ডেস্ক  | বৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএললিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৮.৪০ কোটি টাকা। মোট ৩,০৩৪টি লেনদেনের মাধ্যমে মোট ২১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেঙ সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪০.০০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৬,১১৭.০৬ পয়েন্ট এবং সিএসই৫০ মূল্যসূচক ৬.১৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৯০.২২। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ০.৭৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৩২.৭৫ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ১৯.৫৩ পয়েন্ট কমেছে, যা হলো ২,৪৯৭.০৭ পয়েন্ট।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭২৪,৯২৫.৫৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৪৫,৭৪৫.৭১ কোটি টাকা। সিএসইতে ৬৪১ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৩৭টির। এর মধ্যে দাম বেড়েছে ৭৪টির, দাম কমেছে ১৩৩টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টির।

পূর্ববর্তী নিবন্ধবিচ্ছেদের এক বছর, যা বললেন পরীমণি
পরবর্তী নিবন্ধএক দশক পর প্রথম নির্বাচনে ভোট দিচ্ছে জম্মু ও কাশ্মীরবাসী