বাংলাদেশকে সম্মান করলেও ভয় পান না গম্ভীর

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:১১ পূর্বাহ্ণ

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। দাপুটে সেই জয়ের জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন ভারতের কোচ গৌতম গম্ভীর। একইসঙ্গে স্মরণ করিয়ে দিয়েছেন নিজেদের শক্তিমত্তার কথাও। ভারতের বিপক্ষেও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। গত সিরিজ থেকে এই সিরিজের স্কোয়াডেও আসেনি খুব বেশি পরিবর্তন। থাকছেন অভিজ্ঞ সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজরা। মাঠে নামার আগে এদের কথা মনে করিয়ে দিয়েছেন গম্ভীর। কিন্তু জানিয়েছেন নিজেদের সতর্ক থাকার ব্যাপারটিও। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গতকাল বুধবার ভারতীয় কোচ বলেন বাংলাদেশ দল পাকিস্তানে যা করেছে সেটির জন্য তাদের অভিনন্দন জানাই। কিন্তু এটি নতুন সিরিজ এবং তারা ভালো ফর্মেই আছে। তবে আমরা ভালো ক্রিকেটটাই খেলতে চাই। আর হ্যাঁ, তাদের সাকিব, মুশফিক ও মিরাজের মতো অভিজ্ঞ খেলোয়াড় আছে। কিন্তু আমরা প্রথম বল থেকেই সতর্ক থাকবো।

বাংলাদেশকে শক্তিশালী দলই মনে করেন গম্ভীর। বাকি দলগুলোর মতো তাই এই দেশের জন্যও সম্মান রয়েছে তার। কিন্তু কাউকে ভয় পান না বলেও পরিষ্কার জানিয়ে দিয়েছেন ভারতীয় প্রধান কোচ। তিনি বলেন আমি ভালোভাবেই বিশ্বাস করি, আমরা কাউকে ভয় পাই না। কিন্তু সবাইকে সম্মান করি। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। আমরা প্রতিপক্ষের দিকে না তাকিয়ে নিজেদের সেরা খেলাটাই খেলে যাই। আজ থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজটি। প্রথমটি চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। পরের টেস্টটি ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যকার অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধঅনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই রাউন্ডে আশাবাদী নন কোচ মারুফুল
পরবর্তী নিবন্ধপ্রতিটি ম্যাচ জেতাই লক্ষ্য শান্তর