৩০ সেবাগ্রহীতার সমস্যার কথা শুনলেন জেলা প্রশাসক

গণশুনানি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৪ at ৪:৪৭ পূর্বাহ্ণ

ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিলতাসহ নানা বিষয়ে অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা গ্রহণ করেছেন চট্টগ্রামের নবাগত জেলা প্রশাসক ফরিদা বেগম। সেবাগ্রহীতাদের অভিযোগগুলো সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনাও দিয়েছেন তিনি। গতকাল জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানিতে জেলা প্রশাসক অন্তত ৩০ জন সেবাগ্রহীতার বিভিন্ন রকম সমস্যার কথা শুনেন।

সর্বস্তরের জনগণের কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তি নিশ্চিতে জেলা প্রশাসনের এরূপ গণশুনানি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ফরিদা খানম। জেলা প্রশাসন সূত্র জানায়, যোগদানের পর এটি জেলা প্রশাসকের প্রথম গণশুনানি। প্রায় ৩০ জন সেবাগ্রহীতা বিভিন্ন রকমের সমস্যা নিয়ে গণশুনানিতে অংশগ্রহণ করেন। গনশুনানিতে গ্রাহকদের অভিযোগ ও বক্তব্য শুনে তাদের সমস্যা সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেন ডিসি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সমস্যা সমাধানে নির্দেশনা দেন। এ সময় জনগণ ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিলতা, জনমনে নিরাপত্তাসহ নানা সমস্যা নিয়ে জেলা প্রশাসকের কাছে সমাধান চেয়েছেন। গণশুনানির সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধনগর পুলিশের ডিসি ওসিসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধসালমানসহ বেক্সিমকোর ২৮ জনের বিরুদ্ধে ১৭ মামলা