বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, শনি-রবি হতে পারে বৃষ্টি রাতে নগরে ভারী বৃষ্টিপাত

| বৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৪ at ৪:৩৭ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হয়ে আগামী সপ্তাহের শুরুতে দুইদিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল বুধবার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার পর্যন্ত কেবলমাত্র উপকূলীয় কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়া নিয়ে বলা হয়েছে, আগামী শনি ও রোববার বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টি ঝরতে পারে। এদিকে গতকাল সন্ধ্যায় ও রাতে চট্টগ্রাম নগরে ভারী বৃষ্টিপাত হয়েছে।

এতে মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজারসহ নগরীর কিছু কিছু জায়গায় জলাবদ্ধতারও খবর পাওয়া গেছে।

আবহাওয়া অফিস জানায়, বৃষ্টি কমে যাওয়ায় দেশের অনেক স্থানেই মৃদু তাপপ্রবাহ দেখা দিয়েছে। গতকাল রংপুরের রাজারহাটে ভোর ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৫ ডিগ্রি। আর ঢাকাতে তামপাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি। তামপাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেটি মৃদু তাপ প্রবাহ ধরা হয়। খবর বিডিনিউজের।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিন চট্টগ্রাম, রংপুর, সিলেট, ঢাকা ও খুলনা বিভাগে নদনদীর পানি ধারাবাহিকভাবে কমে আসতে পারে। সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পূর্ব মধ্যপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে সুষ্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি দুর্বল হয়ে মৌসুমী বায়ু অক্ষের সাথে মিলিত হতে পারে।

মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআজ থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ ইস্যু করবেন তিন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা
পরবর্তী নিবন্ধমোস্তাফিজুর, লিকু ও সৌমিত্র শেখরের দুর্নীতির খোঁজে দুদক