আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ, যুবলীগ নেতা গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৪ at ৪:৩৫ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার উপর হামলার অভিযোগে মো. সাদ্দাম নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছেগ্রেপ্তার মো. সাদ্দাম ছাত্রজনতার উপর হামলার সাথে জড়িত। তিনি বাকলিয়ার দুর্ধর্ষ সন্ত্রাসী ও কথিত যুবলীগ নেতা বলে জানা যায়। তিনি ভোলার চর ফ্যাশন এলাকার বাসিন্দা, থাকেন নগরীর চাক্তাই এলাকায়।

গতকাল সীতাকুণ্ডের ফৌজজদারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শরীফ উল আলম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ৪ আগস্ট নগরীর কোতোয়ালী এলাকায় মো. ইব্রাহিম নামের এক যুবক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেন। এ সময় মো. সাদ্দামসহ ২৫৩০ জন দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসী জুবলী রোডের আমতল মোড় সংলগ্ন অপর্ণাচরণ স্কুলের সামনে ভিকটিমকে এলোপাতাড়িভাবে মারধর করতে থাকে। এ সময় ভিকটিমের দুই বন্ধু এবং অজ্ঞাতনামা কয়েকজন শিক্ষার্থী তাকে উদ্ধার করতে গেলে আসামিরা তাদেরকেও মারধর করেন। এ ঘটনায় ভিকটিম মো. ইব্রাহিম বাদী হয়ে নগরীর কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন বলেও জানান র‌্যাব কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধআজ শুরু হচ্ছে প্রথম টেস্ট, ভারতের মুখোমুখি বাংলাদেশ