ফটিকছড়িতে ভোক্তা অধিকারের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:১৩ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

১৮ সেপ্টেম্বর (বুধবার) উপজেলা সদর বিবিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার।

জানা যায়-মূল্য তালিকা প্রদর্শন না করায় মা স্টোরকে হাজার টাকা, ডিমের দাম বেশি নেওয়ায় ফোরকানের ডিমের দোকানকে ১ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ, মূল্য কাটাকাটি ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও অননুমোদিত ওষুধ বিক্রয় করায় জান্নাত মেডিকেল হলকে ১৫ হাজার টাকা এবং এস বি ফার্মেসিকে ২০ হাজার টাকাসহ মোট ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ব্যাপারে তিনি বলেন- ফটিকছটি বিবিরহায় বাজারে নানা অনিয়মের অভিযোগে ৪ টি প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধছাত্রজনতার উপর হামলা : চট্টগ্রাম যুবলীগ নেতা সাদ্দাম র‌্যাবের জালে
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ইয়াবাসহ নারী গ্রেপ্তার