চবির নতুন ভিসি অধ্যাপক ইয়াহইয়া, প্রজ্ঞাপন জারি

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৪ at ২:১০ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০তম উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির রাজনীতি বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। গত কয়েকদিন দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে আন্দোলন করছিল শিক্ষার্থীরা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত এক থেকে প্রজ্ঞাপন তাকে সাময়িক উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়।

বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. শাহীনুর ইসলাম।

এর আগে, গত ১২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রশাসনের পদত্যাগের দাবিতে আন্দোলনে মুখে পদত্যাগ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের এবং দুই উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে ও অধ্যাপক সেকান্দর চৌধুরী। এরপর থেকে ১ মাসের অধিক প্রশাসনহীন ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধরপ্তানির আড়ালে হাজার কোটি টাকা পাচার বেক্সিমকোর
পরবর্তী নিবন্ধছাত্রজনতার উপর হামলা : চট্টগ্রাম যুবলীগ নেতা সাদ্দাম র‌্যাবের জালে