ফটিকছড়িতে হযরত গাউসুল আজম শাহছুফী সৈয়দ গোলামুর রহমান আল হাসানী আল মাইজভাণ্ডারীর (প্রকাশ বাবা ভান্ডারী) রওজা পুনঃনির্মাণ শেষে সাড়ে ৭ বছর পর গত ১৬ সেপ্টেম্বর আশেকান জায়েরীনদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আশেকানে গাউছিয়া মাইজভাণ্ডারী অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন বলেন, ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবীর দিনে ভক্তদের পদচারণে মুখর হয়েছে মাইজভাণ্ডার দরবার প্রাঙ্গণ। বিকেলে দেশ–জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন দরবারের সাজ্জাদনশীন শাহজাদা সৈয়দ মুজিবুল বশর মাইজভাণ্ডারী। তিনি
বলেন, মাইজভাণ্ডারের আধ্যাত্মিক সাধক গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারীর রওজা শরীফ সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।