পদ্ম ফোটা বিলে

আলমগীর কবির | বুধবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:৪৪ পূর্বাহ্ণ

বিকেল বেলা জড়ো হলাম দস্যিগুলো মিলে,

আজ আমাদের কই অভিযান পদ্ম ফোটা বিলে?

শত শত ফুল ফুটেছে গোলাপি আর সাদা,

মনে জাগে আনন্দ আর চক্ষে রঙের ধাঁধাঁ!

সবার আগে জলে নেমে ঢ্যাপ তুলেছি মেলা,

কার আগে কে ভরবে মুঠো কী যে খুশির খেলা!

কেউবা শাপলা কম তুলেছে মুখ করেছে কালো,

নিজের তোলা ফুল দিয়ে তার মন করে দিই ভালো!

ঢ্যাপ তুলেছি যতো আমি বলছি তোমায় খুলে,

বাড়ি গিয়ে ঢ্যাপ দিতে চাই মায়ের হাতে তুলে!

মা বানাবেন ঢ্যাপের মোয়া খই খুশিতে জানো,

বুবুর সাথে খাবার সময় বাড়বে অভিমানও!

বাড়বে আরো খুঁনসুটি আর বাড়বে মায়া বাড়বে

সব ছাড়িয়ে মায়ের হাসি হৃদয় সবার কাড়বে!

পূর্ববর্তী নিবন্ধনানা আয়োজনে মধু পূর্ণিমা উদযাপন
পরবর্তী নিবন্ধশরৎ রাণীর কাছে চিঠি