মা ও শিশু হাসপাতাল পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ

| বুধবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:৪০ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর শাহজাহান চৌধুরী, মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিনসহ মহানগরীর জামায়াত নেতৃবৃন্দ গতকাল হাসপাতাল পরিদর্শন করেছেন। নেতৃবৃন্দ হাসপাতালের বিশেষায়িত আইসিইউ, সিসিইউ, ক্যাথল্যাব, ক্যান্সার ইনস্টিটিউটসহ বিভিন্ন বিভাগ সমূহ পরিদর্শন শেষে হাসপাতাল কার্যনির্বাহী কমিটি, চিকিৎসক ও কর্মকর্তাগণের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জামায়াত আমীর শাহজাহান চৌধুরী বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল বৃহত্তর চট্টগ্রামবাসীর জন্য একটি বিরাট সম্পদ। সমগ্র বাংলাদেশে এই হাসপাতাল চিকিৎসা সেবার একটি অনন্য প্রতিষ্ঠান হিসেবে ব্যাপকভাবে প্রশংসিত ও সমাদৃত। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠালগ্ন থেকে যারা এই প্রতিষ্ঠানের জন্য কাজ করেছেন এবং বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন, আজ যারা বেঁচে নেই তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। সভায় আরো বক্তব্য রাখেন জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরীর জেনারেল সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন, মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ কে এম ফজলুল হক, পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম, ন্যাশনাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ ইউসুফ, আলআমিন হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ ও ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. শাহাদাত হোসেন, হাসপাতালের পক্ষে ভাইস প্রেসিডেন্ট ডা. মো. পারভেজ ইকবাল শরীফ, জয়েন্ট জেনারেল সেক্রেটারী ডা. কামরুন নাহার দস্তগীর, ট্রেজারার অধ্যক্ষ লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, মেডিকেল কলেজের এডভাইজার প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার বড়ুয়া, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. জালাল উদ্দিন। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপপরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, উপপরিচালক (প্রশাসন, আইসিএইচ) ডা. মো. আবু সৈয়দ চৌধুরী, ক্যান্সার ইনস্টিটিউটের পরিচালক ডা. শেফাতুজ্জাহান, ডেন্টাল ইউনিটের বিভাগীয় প্রধান ডা. মো. কামরুল হাসান, শিশু স্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নজরুল কাদের সিকদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
পরবর্তী নিবন্ধমানবিক কাজে সকলকে এগিয়ে আসতে হবে