দাবা অলিম্পিয়াডের মহিলা বিভাগে বাংলাদেশের জয়

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:৩২ পূর্বাহ্ণ

হাঙ্গেরির বুদাপেস্ট শহরে অনুষ্ঠানরত ৪৫তম ফিদে দাবা অলিম্পয়াডের ষষ্ঠ রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ দল গ্র্যান্ড মাস্টারদের নিয়ে গঠিত দল হাঙ্গেরি ২ এর সাথে ২২ গেম পয়েন্টে ড্র করে। মহিলা বিভাগে বাংলাদেশ মহিলা দল ৩..৫ গেম পয়েন্টে উরুগুয়েকে পরাজিত করে। গতকাল সোমবার অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশের পক্ষে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ (রেটিং২৩১৮) হাঙ্গেরির গ্র্যান্ড মাস্টার পাপ্প গেবরকে (রেটিং২৫৫০) পরাজিত করেন। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ ও গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব যথাক্রমে হাঙ্গেরির গ্র্যান্ড মাস্টার কোজাক আদম (রেটিং২৬০৯) ও গ্র্যান্ড মাস্টার আন্টার গারগেলি (রেটিং২৫৪৪) এর সাথে ড্র করেন। ফিদে মাস্টার মনন রেজা নীড় হাঙ্গেরির গ্র্যান্ড মাস্টার বানুজস তামাসের (রেটিং২৬০৫) কাছে হেরে যান। মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ (রেটিং১৯৩৬), মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ (রেটিং১৯৮৮)ও মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ (রেটিং১৯০০) যথাক্রমে উরুগুয়ের ফাবরা নাহিয়ারা (রেটিং১৯৩৩), কারডোজো ক্যামিলা (রেটিং১৬৭৩) ও আলটেসার কেটিরিনা (রেটিং১৭৪১) কে পরাজিত করেন। মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম (রেটিং২০৮৫) উরুগুয়ের মহিলা ফিদে মাস্টার কোয়েভেডো এন্ডরিনার (রেটিং১৮৫১) সাথে ড্র করেন। ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ ওপেন ও মহিলা দল ৬ খেলায় ৭ পয়েন্ট করে অর্জন করেছে। আজ বুধবার সপ্তম রাউন্ডে ওপেন বিভাগে বাংলাদেশ দল স্নোভাকিয়ার সাথে ও মহিলা বিভাগে বাংলাদেশ মহিলা দল ডোমিনিকান রিপাবলিকের সাথে খেলবে।

পূর্ববর্তী নিবন্ধএখনো ভারতে দলের সঙ্গে যোগ দেননি সাকিব আল হাসান
পরবর্তী নিবন্ধশ্রীলঙ্কায় তিন ম্যাচ পর হারল নারী ‘এ’ দল