সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপ খেলতে আজ ভুটান যাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:২৯ পূর্বাহ্ণ

নেপালে ছেলেদের সাফ অনূর্ধ্ব২০ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এবার অনূর্ধ্ব১৭ সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ভুটান যাচ্ছে লাল সবুজ দল। এই আসরেও শিরোপায় চোখ রাখছে তারা। তবে থিম্পুতে গিয়ে একদিন পরই মাঠের লড়াইয়ে নামতে হচ্ছে বাংলাদেশকে। তাই অল্প সময়ে উচ্চতা ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে লড়াই করাটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গতকাল সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্য ও প্রস্তুতির কথা জানিয়েছেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল ও কোচ সাইফুল বারী টিটু। বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ। গতবার ভারতের বিপক্ষে অনূর্ধ্ব১৬ সাফে ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল বাংলাদেশের। এবার প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আগামী ২০ সেপ্টেম্বর মুখোমুখি হবে এই দুই দল। তবে প্রথম ম্যাচে জিতে সেমিফাইনালের পথে এগিয়ে থাকতে চান দলের অধিনায়ক নাজমুল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা দীর্ঘ একমাস ধরে আমাদের হেড কোচ, অ্যাসিসট্যান্ট কোচের সঙ্গে কাজ করছি। আমরা সবার নিজেদের দুর্বলতাগুলো কাটিয়ে এগিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা করছি। অনূর্ধ্ব১৬ সাফে আমরা ভারতের কাছে ফাইনালে হেরে রানার্স আপ হয়েছিলাম। এবার আমরা নিজেদের শক্তিদুবর্লতা নিয়ে কাজ করেছি। প্রথম ম্যাচ যেহেতু ভারতের বিপক্ষে, আমরা ওই ম্যাচটা ভালো করলে এগিয়ে থাকবো। দ্বিতীয় ম্যাচে আমাদের প্রতিপক্ষ মালদ্বীপ। প্রথম ম্যাচে জয় পেলে আমরা সেমিফাইনালের পথে এগিয়ে থাকবো।’ ভুটানে পৌঁছে অনুশীলন কিংবা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার খুব বেশি সময় পাচ্ছে না বাংলাদেশ দল। এটা একটা চ্যালেঞ্জ বলে মনে করছেন দলে কোচ সাইফুল বারী টিটু, ‘আমরা মোটামুটি চার সপ্তাহ ধরে অনুশীলন করেছি। গ্রুপের প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। আমরা ১৮ তারিখ ভুটান পৌঁছে ২০ তারিখে একটা ম্যাচ খেলবো। আবার ২২ তারিখ মালদ্বীপের বিপক্ষে খেলবো। গ্রুপের দুটি ম্যাচই আমাদের খুব অল্প সময়ের মধ্যে খেলতে হবে। এজন্য আমরা চেষ্টা করেছি ফিজিক্যালি সর্বোচ্চ ফিটনেস যেন থাকে।’ ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ নিয়ে তার কথা, ‘গ্রুপের প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ। ভারতের কাছে অনূর্ধ্ব১৬ সাফে আমরা ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া করেছি। ভারতের বিপক্ষে আগের দলকে মাথায় রেখেই আমরা প্রস্তুতি নিয়েছি। কারণ অনূর্ধ্ব১৬ সাফের দলটাই এখন অনূর্ধ্ব১৭ সাফে খেলবে। সেই হিসেব করেই আমরা প্রস্তুতি নিয়েছি। আর প্রথম ম্যাচের পরেই প্রতিপক্ষের সামর্থ্য নিয়ে একটা ধারণা হয়ে যাবে।’

পূর্ববর্তী নিবন্ধনারী টি-টোয়েন্টি বিশ্বকাপ পুরুষদের সমান প্রাইজমানি পাবেন নারীরা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ক্রিকেট কোচেস অ্যাসো’র সভা