বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–চট্টগ্রামের (ইউএসটিসি) সদ্য নিয়োগ পাওয়া উপাচার্য ড. গৌতম বুদ্ধ দাশের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এর আগে গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের উপ–সচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ড. গৌতম বুদ্ধ দাশকে ৪ বছরের জন্য ইউএসটিসির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
গতকাল রোববার সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্যের নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। ড. গৌতম বুদ্ধ দাশ ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত ৮ বছর চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য ছিলেন। তার বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগ তুলে সমপ্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন সিভাসু শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মাসুদুজ্জামান ও ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. শেখ আহমাদ আল–নাহিদ। তবে এখনও ইউএসটিসির উপাচার্য পদে যোগদান করেননি বলে জানান ড. গৌতম বুদ্ধ দাশ। তিনি দাবি করেন, তাকে নিয়ে অপপ্রচার চলছে। তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে–সব মিথ্যা। নিয়োগ বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে তিনি অবগত নন বলে জানান।