সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের সুনাম, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিয়মতান্ত্রিক শিক্ষা কার্যক্রমকে ব্যাহতসহ ১৪টি গুরুতর অভিযোগে সাময়িক অব্যাহতিপ্রাপ্ত প্রফেসর ইঞ্জিনিয়ার মোজাম্মেল হককে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারী। এই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেছেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ সদস্যবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।
এই সিদ্ধান্তে সমর্থন জানিয়ে শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ একটি অভিযোগপত্রে স্বাক্ষর করেন। অভিযোগপত্রে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সুনাম, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিয়মতান্ত্রিক শিক্ষা কার্যক্রমকে ব্যাহত করার জন্য ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক বিভিন্ন ধরনের কার্যকলাপ ও প্রতিহিংসামূলক ষড়যন্ত্র করেছেন। তার বিরুদ্ধে আনীত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্ট্রিজ এবং ইউজিসির বিভিন্ন অভিযোগের কোনো লিখিত জবাব প্রদান না করে বিগত সরকারের দোসরদের সহযোগিতায় এবং যোগসাজসে তিনি প্রত্যাবর্তনের অনুমতিপত্র বিভিন্ন সামাজিক মাধ্যম ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিয়েছেন। এজন্য আমরা সকল শিক্ষক–কর্মকর্তা–কর্মচারী এসব অভিযোগ সমূহের কারণে মো. মোজাম্মেল হকের প্রতি অনাস্থা ও তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করছি।
অভিযোগপত্রে ১৪টি অভিযোগের বিবরণ দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী, ব্যবসায় প্রশাসন বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. সালেহ জহুর, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. শওকতুল মেহের, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রকৌশলী ড. মোজাম্মেল হক, পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিজয় শংকর বড়ুয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ.এফ. এম মোদাচ্ছের আলী, প্রক্টর এস কে হাবিবুল্লাহ, ফার্মেসি বিভাগের প্রধান আইরিন সুলতানা, সিএসই বিভাগের প্রধান জমির আহমেদ, ইইই ও ইসিই বিভাগের প্রধান ফাহমিদা শারমিন জুঁই, ইংরেজি বিভাগের প্রধান আরমান হোসাইন, আইন বিভাগের প্রধান সুরাইয়া মমতাজ, ইসলামিক শিক্ষা বিভাগের প্রধান ড. মোহাম্মদ নুরুন্নবী এবং সাধারণ শিক্ষা বিভাগের প্রধান জমির উদ্দিনসহ সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী।