ইউসেপ চট্টগ্রাম অঞ্চলে লিন্ডসে এ্যালান চেইনির মৃত্যুবার্ষিকী

| সোমবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:৩৩ পূর্বাহ্ণ

ইউসেপ বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা লিন্ডসে এ্যালান চেইনির ৪৭তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে ইউসেপ চট্টগ্রাম অঞ্চলের ৮টি কারিগরি বিদ্যালয় ও ২টি টিভিইটি ইনস্টিটিউটে পালিত হয়েছে।

নিউজিল্যান্ডের নাগরিক ইউসেপ বাংলাদেশের প্রতিষ্ঠাতা লিন্ডসে এ্যালান চেইনি ১৯৮৬ সালের ১৫ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। এই মহান ব্যক্তির হাত ধরে ১৯৭২ সালে ইউসেপ বাংলাদেশের যাত্রা শুরু হয়। প্রতিবছরের মত এই বছর ১৫ সেপ্টেম্বর পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। ইউসেপ আমবাগান টিভিইটি ইনস্টিটিউটের কনফারেন্স রুমে লিন্ডসে এ্যালান চেইনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউসেপ চট্টগ্রাম অঞ্চলের রিজিওনাল ম্যানেজার ইঞ্জিনিয়ার মাসুদ আলম। সভায় সভাপতিত্ব করেন হেড অব টিভিইটি অপর্ণা বড়ুয়া। আলোচনা সভায় লিন্ডসে এ্যালন চেইনির বর্ণাঢ্য জীবন ও ইউসেপ বাংলাদেশে তাঁর অসামান্য অবদান নিয়ে আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত দুই যুবক
পরবর্তী নিবন্ধঅব্যাহতিপ্রাপ্ত উপাচার্য মো. মোজাম্মেল হককে সাউদার্ন বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা