বাঁশখালীতে পাহাড়ি ঢলে ভেসে আসা অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাতে সরলের পাইরাং–ছড়া ব্রিজের নিচে আটকে থাকা অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে বাঁশখালী থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। গতকাল শনিবার সকালে তার পরিচয় নিশ্চিত করা হয়।
নিহত সিরাজ খাতুন (৫৫) বাঁশখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের উত্তর জলদি ছুমমা পাড়া এলাকার মৃত আবুল হোসেনের কন্যা এবং রব্বান আলীর স্ত্রী বলে জানিয়েছেন এসআই কামরুল হাসান কায়কোবাদ।
তিনি বলেন, রাতে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের সময় তার লাশ সরলের পাইরাং–ছড়া ব্রিজের নিচে আটকে থাকা অবস্থায় উদ্ধার করা হয় শুক্রবার গভীর রাতে।
এরপর অজ্ঞাতনামা লাশ হিসাবে উদ্ধার করে প্রচারণা চালালে পরিবারের পক্ষ থেকে পরিচয় নিশ্চিত করা হয়। গতকাল শনিবার সকালে সিরাজ খাতুনের লাশ পোষ্টমর্টেমের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।