বোধনের নবীনবরণে বক্তারা সংস্কৃতিচর্চা মনুষ্যত্ব বিকাশের অনন্য মাধ্যম

| রবিবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৪ at ৬:৩২ পূর্বাহ্ণ

সংস্কৃতিচর্চা মনুষ্যত্ব বিকাশের অনন্য মাধ্যমবোধন আবৃত্তি স্কুলের নবীনবরণে বক্তারা এই মন্তব্য করেন। গত ১৩ সেপ্টেম্বর নগরীর এনায়েতবাজারস্থ মহিলা কলেজ, চট্টগ্রামে পরিচালিত বোধনের বর্ণিল ৬২ আবর্তনের নবীনবরণ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী আদ্রিতা সাহা, শ্রেয়সী বিশ্বাস, প্রকৃতি দাস ও লগ্ন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোধন সাধারণ সম্পাদক এস এম আব্দুল আজিজ। অতিথি ছিলেন মাউশির পরিচালক প্রফেসর নারায়ণ চন্দ্র নাথ ও চমেক মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ ডা. অপর্ণা দেব। শুভেচ্ছা বক্তব্য দেন, সুবর্ণা চৌধুরী, গৌতম চৌধুরী ও বিপ্লব কুমার শীল। বিভিন্ন পর্বে পরিবেশনায় ছিলেন, পল্লব গুপ্ত, সুচয়ন সেনগুপ্ত, শংকর প্রসাদ নাথ, সুচিত্রা বৈদ্য, উর্মি বড়ুয়া, ঐন্দ্রিলা সাহা, সুচিত্রা চৌধুরী, তাসনুভা ইসলাম উহি, অপ্সরা বিপ্লব জুহি, অরিত্র সাহা, রুদ্রনীল শর্মা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্য সংস্কার প্যানেলের সভাপতি অধ্যাপক ফয়েজের পদত্যাগ
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে চট্টগ্রাম সমিতির নির্বাচন ঘিরে সক্রিয় প্রার্থীরা