আন্দরকিল্লা চট্টগ্রাম সিটি কর্পোরেশন অফিস সংলগ্ন মোজাহের ভবনে সিজল এর নতুন সেলস সেন্টার উদ্বোধন হয়। সেলস সেন্টারটি উদ্বোধন করেন যথাক্রমে সিজল এর চেয়ারম্যান লায়ন মো. নুরুল আলম ও ব্যবস্থাপনা পার্টনার মো. শহিদ উল্ল্যা কোরেইশী। গত প্রায় দুই যুগ ধরে সিজল এই এলাকায় গ্রাহক সেবা প্রদান করে আসছে। গ্রাহকদের আগ্রহ ও সেবার মান বিচার বিবেচনা করে, সিজল কর্তৃপক্ষ মনোমুগ্ধকর মোজাহের ভবনে, নতুন স্থানে আরো নতুন আঙিকে সিজল–এর এই শাখাটি উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন সিজল–এর মার্কেটিংয়ের এজিএম নজরুল ইসলাম রাসেল ও ম্যানেজার মেহেদী হাসান বাপ্পী প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধক ও কোম্পানির ব্যবস্থাপনা পার্টনার মো. শহিদ উল্ল্যা কোরেইশী বলেন, সিজল ১৯৯৭ সাল থেকে সততা, সেবা ও পণ্যের গুণাগুণের ভিত্তিতে গ্রাহদের হৃদয়ে স্থান করে নিয়েছে।
প্রধান অতিথি সিজল চেয়ারম্যান লায়ন মো. নুরুল আলম বলেন, সিজল প্রায় ২৮ বছর ধরে খাদ্যজগতে সেবা প্রদান করলেও, তারা প্রতিদিন সেবার মান উন্নয়ন ও নতুন নতুন পণ্যের সেম্পল পরিবেশন করে গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।