নিউজ পেপার এমপ্লয়িজ ওয়েলফেয়ার সোসাইটি (নিউজ) চট্টগ্রামের পক্ষ থেকে গত শুক্রবার ফেনী জেলার দাগনভূঁইয়া বেকের বাজার এলাকার বন্যা কবলিত মানুষের পুনর্বাসনে আর্থিক সহযোগিতা ও পোশাক বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি জসীম উদ্দীন, সহসাধারণ সম্পাদক সাফাউল হক রিয়াজ, অর্থ সম্পাদক মোতাহার হোসেন এবং নির্বাহী সদস্য আলহাজ নুরুল হুদা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া সংগঠনের নেতৃবৃন্দ বন্যাকবলিত এলাকা ঘুরে দেখেন এবং ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।