চট্টগ্রামে শহীদ ও আহতদের তালিকা সঠিকভাবে উপস্থাপন করা হবে

তালিকা যাচাই-বাছাইকরণ বিষয়ক সভায় ডিসি

আজাদী প্রতিবেদন  | রবিবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৪ at ৬:২৫ পূর্বাহ্ণ

গত জুলাইআগস্ট মাসে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে চট্টগ্রাম জেলায় শহীদ ও আহতদের তালিকা সঠিকভাবে উপস্থাপন করতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের নবাগত জেলা প্রশাসক ফরিদা খানম। গতকাল শনিবার ছাত্রজনতার আন্দোলনে চট্টগ্রাম জেলায় শহীদ ও আহতদের তালিকা যাচাইবাছাইকরণ বিষয়ক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। নগরীর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন সভার আয়োজন করে। সভায় মূলত গত জুলাইআগস্ট মাসে সারাদেশে ছাত্রজনতার গণঅভ্যুত্থান চলাকালীন চট্টগ্রাম মহানগর ও জেলার ১৫ উপজেলায় শহীদ ও আহতদের তালিকা সঠিকভাবে উপস্থাপন করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার নবাগত সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ কে এম গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদিউর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান, বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনামুল হাছান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. ওমর ফারুক, সমন্বয়ক রিজাউর রহমান ও সমন্বয়ক সাদিক আরমান।

পূর্ববর্তী নিবন্ধইউএসটিসিতে গার্ডিয়ানস মিটআপ এন্ড স্টুডেন্ট অ্যাপ্রেসিয়াশন প্রোগ্রাম
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ