কর্ণফুলী পেপার মিলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন কেপিএমের শ্রমিক কর্মচারী নেতৃবৃন্দ। ষড়যন্ত্রের অংশ হিসেবে দীর্ঘ দিন ধরে কেপিএমের উৎপাদন বন্ধ রাখা হয়েছে এবং আস্তে আস্তে কর্ণফুলী পেপার মিল বন্ধ করে দেবার চক্রান্ত করা হচ্ছে বলে শ্রমিক নেতৃবৃন্দ অভিযোগ করেন। আর এই ষড়যন্ত্র রুখে দিতে এবং কর্ণফুলী পেপার মিল চালু রাখতে কারখানার সর্বস্তরের শ্রমিক কর্মচারী এবং সাধারণ জনগণ মানববন্ধন কর্মসূচি পালন করেন। কারখানার প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসুচির আয়োজন করে কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ (সিবিএ)। কর্মসূতিে শ্রমিক কর্মচারী সাধারণ জনগণ ছাড়াও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ অংশ নেন। মানববন্ধন কর্মসূচিতে সিবিএ সভাপতি আবদুল রাজ্জাক এবং সাধারণ সম্পাদক কাজী আবু সরোয়ার বলেন, দীর্ঘ ৭৫ বছরের পুরাতন কারখানা হলেও কর্ণফুলী পেপার মিল এখনো দৈনিক ৭০ থেকে ৮০ মেট্রিক টন সাদা কাগজ উৎপাদনে সক্ষমতা রাখে। কিন্তু কুচক্রী মহল ষড়যন্ত্র করে কেপিএমের উৎপাদন বন্ধ রাখছে। দীর্ঘ সময় কেপিএমের উৎপাদন বন্ধ থাকায় এর কলকব্জা নষ্ট হবার উপক্রম হয়েছে। আরো বক্তব্য দেন, মো. শহীদুল্লাহ, মো. তারেক, মো. জসিম, নিজাম উদ্দিন, আব্দুল আজিজ, মো. আলাউদ্দীন, আক্তার হোসেন, মো. হারুনর রশীদ, মো. আবুল কাশম।