পটিয়া আমির ভাণ্ডার দরবার শরীফে ১২ রবিউল আউয়াল আজিমুশশান জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দরবার শরীফে মিলনায়তনে আয়োজিত সভায় বক্তারা বলেন, প্রতিবছরের ন্যায় এবারও আমির ভাণ্ডারের দরবারের আওলাদগনের সদারতে আমির ভাণ্ডার কমপ্লেক্স ও আমির ভাণ্ডার সংসদের ব্যবস্থাপনায় দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহত্তম জুলুসে দরবারের ভক্ত আশেকসহ প্রায় অর্ধলক্ষ মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। এর জন্য ইতিমধ্যেই সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে বলে সভায় জানানো হয়।
শাহসূফী সৈয়দ মেরাজুল আলম শাহ আল আমিরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শাহসূফী সৈয়দ ফরিদুল আবছার শাহ আমিরী, শাহসূফী সৈয়দ মৌলানা মামুন রশিদ শাহ আমিরী, শাহসূফী সৈয়দ মৌলানা পেয়ারুল মোস্তফা শাহ আমিরী, শাহসূফী সৈয়দ করিমুল মোস্তফা শাহ আমিরী, শাহসূফী সৈয়দ কানুন রশিদ শাহ আমিরী, শাহসূফী সৈয়দ কামাল হোসাইন শাহ আমিরী, শাহজাদা সৈয়দ মৌলানা আছরার–এ–আমিরী, শাহজাদা সৈয়দ মৌলানা ছরওয়া কামেল শাহ আমিরী, শাহজাদা সৈয়দ মৌলানা মোকাররম শাহ আমিরী, শাহজাদা সৈয়দ মৌলানা নাঈমুল মোস্তফা শাহ আমিরী, শাহজাদা সৈয়দ মৌলানা সায়েম উল্লাহ শাহ আমিরী, শাহজাদা সৈয়দ আরিফুজ্জামান শাহ আমিরী, সৈয়দ মৌলানা মহিউদ্দিন শাহ আমিরী, সৈয়দ মৌলানা আমির উদ্দিন শাহ আমিরী, সৈয়দ আসাদুজ্জামান তানিম আমিরী, সৈয়দ মৌলানা আহসানুল হক শাহ আমিরী, সৈয়দ মৌলানা আশরাফুজ্জমান শাহ আমিরী।
এতে উপস্থিত সর্ব সম্মতিক্রমে ৪৮তম পবিত্র আজিমুশশান জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে শাহসূফী সৈয়দ মৌলানা পেয়ারুল মোস্তফা শাহ আমিরীকে মনোনীত করা হয়।