বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে নগরীর ধনিয়ালাপাড়া বায়তুশ কমপ্লেক্স প্রাঙ্গণে পাঁচদিন ব্যাপী নানা কর্মসূচি আয়োজিত হচ্ছে। গতকাল শুক্রবার দ্বিতীয় দিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ছিল রচনা প্রতিযোগিতা, অর্থসহ চল্লিশ হাদিসের মুখস্থ প্রতিযোগিতা, নবীর জীবনালেখ্য নিয়ে উপস্থিত বক্তৃতা, হামদ–নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব অনুষ্ঠিত হয় ছোটদের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘পাখ–পাখলির আসর’।
রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ) এর সভাপতিত্বে এতে প্রধান মেহমান ছিলেন আবুল বশর আবু। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ও মজলিসুল ওলামা বাংলাদেশ এর মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নুরী, বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স–মাস্টার্স) মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন ড. মাওলানা মুহাম্মদ ওয়ালি উল্লাহ মুঈন, কাজী মাওলানা শিহাব উদ্দিন। আজ শনিবার তৃতীয় দিবস বাদ মাগরিব অনুষ্ঠিত হবে ‘শানে মোস্তফা (সা.) মাহফিল। প্রেস বিজ্ঞপ্তি।