বাংলাদেশ জমিয়তুল মোদার্রেসীনের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা শাব্বির আহমদ মোমতাজী বলেছেন, মাদরাসা শিক্ষা অতীতের তুলনায় এখন অপেক্ষাকৃত অনেক এগিয়ে। শিক্ষার সমপ্রসারণ ও বিস্তৃতিতে অনন্য ভূমিকা পালন করছে মাদরাসা শিক্ষা। দেশের কলেজ–বিশ্ববিদ্যালয়গুলোর সাথে প্রতিযোগিতা করেই সম্মুখপানে এগিয়ে চলছে মাদরাসাগুলো। মাদরাসা শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণে শিক্ষক–শিক্ষিকাসহ সংশ্লিষ্ট সকলকে সম্মিলিত প্রয়াসে এগিয়ে যেতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ জমিয়তুল মোদার্রেসীন চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার উদ্যোগে স্থানীয় একটি হোটেলে মতবিনিময় সভা ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন। মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ আল্লামা আবুল বয়ান হাশেমীর সভাপতিত্বে ও অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ আবু ছালেহ’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মোক্তার হোসেন, অধ্যক্ষ একরামুল হক, অধ্যক্ষ এস,এম ফরিদ উদ্দীন, অধ্যক্ষ রফিক উদ্দীন সিদ্দিকী, অধ্যক্ষ আব্দুল খালেক শওকী, অধ্যক্ষ নজরুল ইসলাম, শহিদুল হক হোসাইনি, অধ্যাপক হাফেজ আহমদ প্রমুখ।
কাউন্সিল অধিবেশনে অধ্যক্ষ আবুল বয়ান হাশেমীকে সভাপতি, অধ্যক্ষ রফিক উদ্দীন সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহানগর কমিটি। অধ্যক্ষ আব্দুল খালেক শওকী কে সভাপতি ও অধ্যাপক শাহ মুহাম্মদ আমানত উল্লাহকে সাধারণ সম্পাদক করে দক্ষিণ জেলা কমিটি। অধ্যক্ষ মীর মুহাম্মদ জাহাঙ্গীর কে সভাপতি ও অধ্যক্ষ একরামুল হককে সাধারণ সম্পাদক করে উত্তর জেলা কমিটি গঠন করা হয়। মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আল্লামা আবদুল আলিম রিজভী। প্রেস বিজ্ঞপ্তি।