দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর কাউন্টি ক্রিকেটে খেলতে নেমে দারুণ করছেন সাকিব বল হাতে। সারের হয়ে দারুণ বোলিং করছেন সাকিব। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর এবার দ্বিতীয় ইনিংসে নিলেন ৫ উইকেট। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ‘ডিভিশন ওয়ান’ ম্যাচে সমারসেটের বিপক্ষে গতকাল বৃহস্পতিবার ৫ উইকেট পূর্ণ করেন সাকিব। প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৭ মাসের বেশি সময় পর এই অর্জন ধরা দিল তার ঝুলিতে। এর আগে সবশেষ ২০২২ সালের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ৯৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন সাকিব। এবার সারের হয়ে সমারসেটের বিপক্ষেও তার শিকার ৯৬ রানে ৫টি। মাঝের সময়ে ১৬ ইনিংসে তিনি নিতে পারেন ২২ উইকেট। টন্টনের দা কুপার অ্যাসোসিয়েট গ্রাউন্ডে ম্যাচের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। দুই ইনিংসে মিলে ম্যাচে তার শিকার ১৯৩ রানে ৯ উইকেট। এখন পর্যন্ত ১২ ম্যাচের কাউন্টি ক্যারিয়ারে এটিই তার ম্যাচে সেরা বোলিং। ২০১০ সালে উরস্টারশায়ারের হয়ে মিডলসেক্সের বিপক্ষে প্রথম ইনিংসে ১ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৩২ রানে ৭ শিকার ধরেন সাকিব। সেটিই এখন পর্যন্ত পেশাদার ক্রিকেটে তার ক্যারিয়ার সেরা বোলিং। শেষ উইকেটে গতকাল বৃহস্পতিবার ব্যাটিংয়ে নামে সমারসেট। ক্রেইগ ওভারটন ও টম ব্যান্টন মিলে এদিন খেলেন ৯.৩ ওভার। দিনের দশম ও ইনিংসের ৬৪তম ওভারে সাকিবের হালকা ঝুলিয়ে দেওয়া ডেলিভারিতে ব্যাটের ভেতরের কানায় লেগে বোল্ড হন ব্যান্টন। অ্যাঙ্কেলের ইনজুরির কারণে ‘রানার‘ নিয়ে খেলা ব্যান্টন ৬৫ বলে করেন ৭০ রান। ৭৮ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন ওভারটন। সমারসেটের ইনিংস গুটিয়ে যায় ২২৪ রানে। প্রথম ইনিংসের ৪ রানের লিডের সৌজন্যে সারের সামনে ম্যাচ জেতার লক্ষ্য এখন ২২১ রান। প্রকৃতি বাগড়া না বাধালে এই লক্ষ্য তাড়া করতে ৭৬ ওভার পাবেন সাকিবরা।
এদিকে সমারসেটের ব্যাটসম্যান জেমস রিউকে আউট করে সাকিব স্পর্শ করলেন আরেকটি মাইলফলক। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৫০ উইকেট। ১০৬তম ম্যাচে পূর্ণ হলো তার সাড়ে তিনশ উইকেট। সারের হয়ে এই ম্যাচ দিয়ে ১৩ বছর পর কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে নামেন সাকিব। প্রথম দিন প্রথম ইনিংসে ৯৭ রানে ৪ উইকেট নেন তিনি। টন্টনে ম্যাচের তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে টানা ২৫ ওভারের স্পেলে ৮৩ রান দিয়ে তিনি ফের নিয়েছেন ৪ উইকেট। পাঁচ উইকেট নেওয়ার সুযোগও আছে তার। প্রথম শ্রেনীর ক্রিকেটে এদিন তিনি ৫ উইকেটও নিয়েছেন। সবশেষ তার পাঁচ উইকেট নেওয়ার দুই বছর পেরিয়ে গেছে। ২০২২ সালের মে মাসে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে প্রথম ইনিংসে ৯৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর ১৬ ইনিংসে আর এই স্বাদ পাননি।