‘চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হওয়ার’ তথ্য সঠিক নয় বলে দাবি করেছেন সীতাকুণ্ড উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. ফজলুল করিম চৌধুরী। চোর ধরতে উদ্যোগ নেয়ায় তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হয় বলেও দাবি করেন তিনি। গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ দাবি করেন তিনি। এর আগে ৭ সেপ্টেম্বর তার ছবিসহ ‘চাঁদাবাজি করতে গিয়ে আটক’ হওয়ার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানায়, সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল করিম চৌধুরীকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে গতকাল সংবাদ সম্মেলনে সেদিনের ঘটনা তুলে ধরে ফজলুল করিম বলেন, ৭ সেপ্টেন্বর সকাল সাড়ে ১০ টায় ব্যক্তিগত গাড়ি নিয়ে যাওয়ার পথে হালিশহর ওয়াপদা গেইট এলাকার পোট কানেক্টিং সড়কে একটি স্ক্রাপ ট্রাক নজরে আসে। কিছু কিশোর সেই ট্রাকের ওপর থেকে স্ক্রাপ সড়কে ওপর চুরির উদ্দেশে ফেলছিল। একটি লৌহার স্ক্রাপ আমার গাড়ির সামনে এসে পড়লে আমার প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হয়। তখন স্থানীয় দোকানদারদের সামনে দুইজন কিশোর চোর ও একজন তাদের সহকারী রিকশাচালককে চোরাই মালসহ ধরে ফেলি। লিখিত বক্তব্যে বলা হয়, পরে ফেসবুকের মাধ্যমে দেখতে পেলাম আমাকে চাঁদাবাজ সাজিয়ে সীতাকুন্ডের এক ব্যক্তি উদ্দেশ্যমূলকভাবে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এ সংক্রান্ত ভিত্তিহীন স্ট্যাটাস দিয়েছেন। আমি এবং আমার সংগঠনের নেতাকর্মীরা এই ন্যক্কারজনক মিথ্যা ঘটনার তীব্র নিন্দা জানাই।