চট্টগ্রাম মহানগরী পুলিশের (সিএমপি) আরো ৯টি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। গতকাল বুধবার সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়নের কথা জানানো হয়।
এর আগে গত মঙ্গলবার দুইটি থানায় নতুন ওসি পদায়ন ও এক থানার ওসিকে বদলি করা হয়েছিল। এই নিয়ে গত দুইদিনে নগরীর ১৬টি থানার মধ্যে ১১টি থানায় নতুন ওসি পদায়ন করা হলো। গতকাল জারি করা অফিস আদেশে পুলিশ পরিদর্শক মোহাম্মদ মজিবুর রহমানকে খুলশী, মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরীকে কোতোয়ালী, গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের পরিদর্শক মোহাম্মদ মনির হোসেনকে কর্ণফুলী, বন্দর বিভাগের পরিদর্শক (অপরাধ) মোহাম্মদ মনিরুজ্জামানকে হালিশহর, জনসংযোগ শাখার পরিদর্শক মো. জাহেদুল কবিরকে চকবাজার, গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের পরিদর্শক রমিজ আহমদকে সদরঘাট, পরিদর্শক মোহাম্মদ সোলাইমানকে পাঁচলাইশ, মো. আফতাব উদ্দিনকে চান্দগাঁও এবং পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আখতারউজ্জামানকে ইপিজেড থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে, গত ১০ সেপ্টেম্বর বাকলিয়া থানার ওসি মো. আফতাব হোসেনকে বদলি করা হয় সিটিএসবিতে। এছাড়া বাকলিয়া থানায় নতুন ওসি হিসেবে মো. ইখতিয়ার উদ্দিনকে এবং বন্দর থানার ওসি হিসেবে পুলিশ পরিদর্শক কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিনকে পদায়ন করা হয়েছিল।












