কুতুবদিয়ায় পৃথক অভিযানে অস্ত্র ও গুলিসহ ডাকাত আটক

কুতুবদিয়া প্রতিনিধি | বুধবার , ১১ সেপ্টেম্বর, ২০২৪ at ৩:৫০ অপরাহ্ণ

কক্সবাজারের কুতুবদিয়ায় পৃথক অভিযানে অস্ত্র ও গুলিসহ মো. শাহরিয়ার (৩৪) নামের এক ডাকাতকে আটক করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) মধ্যরাতে এই অভিযান চালায় কোস্ট গার্ড।

আটক মো. শাহরিয়ার নয়াঘোনা এলাকার আবু তালেবের ছেলে।

কোস্ট গার্ড জানায়, কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ও আলী আকবর ডেইল এলকায় একটি ডাকাত দল ডাকাতির জন্য প্রস্তুতি গ্রহণ করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত ১ টা থেকে ৪ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়ার একটি চৌকস দল নয়াঘোনা ও তাবালের চর এলাকায় দুইটি বিশেষ পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাকাত মো. শাহরিয়ারকে আটক করা হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১ টি একনলা বন্দুক, ৪ রাউন্ড গোলা, ৭ টি চাকু, ৬ টি চাপাতি ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আটক ডাকাতসহ জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীর উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয় পরিদর্শন শিক্ষাবোর্ড কর্মকর্তার
পরবর্তী নিবন্ধটেকনাফ সীমান্তে পৃথক অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ