মেহজাবীন জানিয়েছেন, গত বৃহস্পতিবার উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শনী হয়েছে ডেভিড গর্ডন গ্রিন পরিচালিত ‘নাটক্র্যাকার্স’ সিনেমাটির। দর্শকরা ‘সাবা’ দেখেছেন শনিবার। মেহজাবীন জানিয়েছেন, গত বৃহস্পতিবার উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শনী হয়েছে ডেভিড গর্ডন গ্রিন পরিচালিত ‘নাটক্র্যাকার্স’ সিনেমাটির। খবর বিডিনিউজের।
দর্শকরা ‘সাবা’ দেখেছেন শনিবার। ‘সাবা’ দিয়ে মেহজাবীনই কেবল চলচ্চিত্রে পা রেখেছেন তা নয়, কাজের মাধ্যমে সিনেমা পরিচালনা শুরু করলেন নির্মাতা মাকসুদ হোসেনও। যদিও দীর্ঘ ২১ বছর ধরে নির্মাণের সঙ্গে আছেন তিনি। ‘সাবা’ সিনেমার গল্প সাবা এবং তার মাকে কেন্দ্র করে।
মা– মেয়ের সম্পর্কের মধ্যে আবির্ভাব ঘটে অঙ্কুর নামের এক তরুণের, যাকে কেন্দ্র করে সাবার জীবনের বাঁক বদল হয়। সিনেমায় সাবা হয়েছেন মেহজাবীন, তার মা শিরিনের চরিত্রটি রোকেয়া প্রাচী করেছেন। মেহজাবীন বলেছেন, উৎসব শুরুর আগেই ‘সাবা’র প্রদর্শনীর সব টিকেট বিক্রি শেষ হয়ে গিয়েছিল। এছাড়া ১৪ সেপ্টেম্বর উৎসবে আরেকবার দেখানো হবে সিনেমাটি।