কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পে গণস্বাস্থ্য কেন্দ্রের অ্যাম্বুলেন্স চাপায় এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে কুতুপালং ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত জুবাইরা (৪) কুতুপালং ক্যাম্পের জি ব্লকের মোহাম্মদ জুবায়েরের কন্যা। প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, গতকাল সকালে ক্যাম্প–৪ এক্সটেনশনের হাসপাতালে ব্যবহৃত গণস্বাস্থ্য কেন্দ্রের একটি অ্যাম্বুলেন্স দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অবস্থান করা শিশু জুবাইরাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই শিশুর মৃত্যু হয়। ১৪ এপিবিএনের ৩ নম্বর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার অংশু কুমার দেব বলেন, চালককে ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে রাখা হয়েছে। নিহত শিশুর মৃতদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।