দারুল হুদা দরবারে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন

| বুধবার , ১১ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ফয়’স লেকস্থ দরবারে গাউসিয়া শরীফ ও মাদ্রাসাএ নূরীয়া কমপ্লেক্স দারুল হুদা ফাউন্ডেশন ট্রাস্টের যৌথ ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়। শাহসুফি বেলায়েত হোছাইন আল ক্বাদেরীর সভাপতিত্বে গত শুক্রবার সকাল ১০ টায়, দরবারে গাওসিয়া শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (,) শানরেসালাত প্রথম দিবস অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আল্লামা সাইয়্যেদ হাসান আল আজহারী । সভাপতির বক্তব্যে পীরজাদা বেলায়েত হোছাইন বলেন, মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (.) ছিলেন বিশ্বমানবতার জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ। তাঁর জীবনদর্শনে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র জীবনের সর্বোত্তম ও পরিপূর্ণ আদর্শ নিহিত রয়েছে।

সমাজে শান্তি, সম্প্রীতি প্রতিষ্ঠায় প্রিয়নবীর প্রতি যেমন সর্বোচ্চ ভালোবাসা লালন করতে হবে, তেমনি তাঁর সুমহান আদর্শ অনুসরণ, চর্চা ও প্রচারপ্রসারে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পরে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচাঁদপুরে অগ্রণী ব্যাংকের ভল্টের ৭৫ লাখ টাকা নিয়ে উধাও ক্যাশিয়ার
পরবর্তী নিবন্ধজাপাকে জোর করে নির্বাচনে নেয় আওয়ামী লীগ : জিএম কাদের