রিল্যায়েন্স জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৪র্থ ম্যাচে মোহরা ফুটবল একাডেমিকে ২–০ গোলে হারিয়ে নেমা ফুটবল একাডেমি সেমিফাইনালে উন্নীত হয়েছে। বিজয়ী দলের পক্ষে গোল করেন সাকিব। জাগৃতির সভাপতি ইফতেখার উদ্দিন মো. আলমগীরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যান অব দ্যা ম্যাচ সাকিবের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি, বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা শাখার আমীর ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগৃতির সাবেক সভাপতি আসলাম মোরশেদ, জাগৃতির সিনিয়র সদস্য মাহবুব মোরশেদ ও রেজাউল আকবর জসিম, জাগৃতির সাধারণ সম্পাদক আবুল কালাম বাছিক, সোহরাওয়ার্দী চৌধুরী, লোকমান চৌধুরী, মো. ওসমান সহ টুর্নামেন্ট কমিটির আহবায়ক মো. জাফর, সদস্য সচিব মো. সোহেল রানা, সহ–সদস্য সচিব আরফানুল হক বাদল, হাজী রফিক প্রমুখ। আজ হাটহাজারী খেলোয়াড় সমিতি বনাম পানছড়ি ফুটবল একাডেমির রি–ম্যাচ বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে।