জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দক্ষিণ জেলা মহিলা দলের উদ্যোগে গতকাল সোমবার বিপ্লব উদ্যানে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মহফিলের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদিকা ফাতেমা আক্তার মুন্নি। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সদস্য উম্মে মির্জান চৌধুরী শামীম। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সারাবান তাহুরা ফেরদৌসী কলি। বিশেষ অতিথি ছিলেন পারভিন আক্তার চৌধুরী। হাসিনা আক্তারের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ছিলেন নুরুন্নিসা বেগম, ফারজানা সুলতানা রিজভী, নাজমা আক্তার, ফাহমিদা সুলতানা, খুরশিদা বেগম, হাসমত আরা বেগম, রুবি আক্তার, সুমি আক্তার, হাসিনা বেগম, মমতাজ বেগম ,নাসিম আক্তার, লুৎফা আক্তার, পারভিন আক্তার, মনোয়াারা বেগম, হোসনেয়ারা বেগম, ফাতেমা বেগম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।