বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে শাস্তি এবং পরবর্তীতে বিশেষ ক্ষমা পাওয়া ৫৭ বাংলাদেশির মধ্যে আরো ১০ জন দেশে ফিরেছেন। এই নিয়ে মোট ২২ জন দেশে ফিরলো।
গতকাল বিকেলে বাংলাদেশ বিমানে শারজাহ হতে ২ জন এবং এয়ার এরাবিয়ার আবুধাবি ফ্লাইটে গত সন্ধ্যায় ৭ জন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এর আগে গত ৭ সেপ্টেম্বর এয়ার এরাবিয়ার দুটি ফ্লাইটে ১২ জন বাংলাদেশি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। উল্লেখ্য, গত ১৯ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে আরব আমিরাতের আল আইনে বিক্ষোভ করে ৫৭ বাংলাদেশি গ্রেপ্তার হন। তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়। পরবর্তী অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের অনুরোধ আমিরাত সরকার ৫৭ বাংলাদেশিকে সাধারণ ক্ষমা করে। গত ৩ সেপ্টেম্বর তাদের মুক্তি দেয়া হয়।