ভারতে পাচারের সময় মীরসরাইয়ে ইলিশ জব্দ

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:০৮ অপরাহ্ণ

মীরসরাই উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ১৮ পিস ইলিশ মাছ জব্দ করেছে অলিনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা।

রোববার (৮ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে সীমান্তবর্তী অলিনগর (আমলীঘাট) এলাকায় মাছগুলো জব্দ করেন ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবির আওতাধীন অলিনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে ২১ হাজার ৬০০ টাকা নিলামে মাছগুলো বিক্রি করা হয়। বিষয়টি নিশ্চিত করেন অলিনগর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার খুরশিদ আলম।

তিনি বলেন, ভারতে পাচারের সময় আমাদের টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাছগুলো রেখে পালিয়ে যান। পরে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। তবে পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে ইউএনওর মোবাইল নাম্বার ক্লোন করে টাকা দাবি
পরবর্তী নিবন্ধশিপ ইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় দায়ীদের আইনে আওতায় আনার দাবি স্কপের