আগের দিন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুইয়া ইচ্ছে প্রকাশ করেছিলেন ভুটান থেকে দুটি জয় নিয়ে ফিরবেন দেশে। কিন্তু তা আর হলো না। শেষ মুহূর্তের গোলে ১–০ ব্যবধানে হারতে হয়েছে তাদের। একমাত্র গোলটি করেন ভুটানের কিংগা ওয়াংচুক। তাই ভুটানের বিপক্ষে বাংলাদেশের দুই প্রীতি ম্যাচের সিরিজ ১–১ এ ড্র হয়েছে। প্রথম ম্যাচে শেখ মোরসালিনের একমাত্র গোলে ভুটানকে ১–০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। গতকালও প্রথমার্ধে বাংলাদেশের একাদশের বাইরে ছিলেন জামাল ভূঁইয়া। এছাড়া বিশ্বনাথের পরিবর্তে গতকাল মাঠে নেমেছিলেন ইসা ফয়সাল। গতকাল অধিনায়কত্বের আর্মব্যান্ড ছিল সোহেল রানার হাতে। পুরো ম্যাচে ঠিক সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি বাংলাদেশ। প্রধামার্ধে ভুটানও খেলেছে ধীরগতির ফুটবল। গোলশূন্য প্রথমার্ধে তেমন উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। বিরতির পর ফাহিমের জায়গায় রাব্বি হোসেন রাহুল নামেন। মোরসালিনের জায়গায় জামাল। তাতে অবশ্য দলের খেলাতে তেমন ধার বাড়েনি। বলার মতো এই অর্ধে আক্রমণও হয়নি। স্বাগতিকরা আগের মতো বল নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে খেলতে থাকে। ৬৭তম মিনিটে বঙের ভেতরে ভালো জায়গা থেকে ইয়েশ দর্জির কোনাকুনি শট বেরিয়ে যায় দূরের পোস্টের অনেক বাইরে দিয়ে। একটু পর কিংগা ওয়াংচুকের দুর্বল শট সহজে গ্লাভসে জমান মিতুল। ৭৫ মিনিটে মোরসালিনের জায়গায় জামাল ভূঁইয়া এবং সোহেল রানা জুনিয়রের বদলি মজিবুর রহমান জনি নামেন। দুই মিনিট পর বঙে উড়ে আসা বল রাব্বি নাগালে পাওয়ার আগেই ক্লিয়ার করেন ভুটান গোলরক্ষক। শেষ দিকে আচমকাই গোল হজম করে বসে বাংলাদেশ। ফ্রি কিকের পর সতীর্থের হেড পাসে বঙে ফাঁকায় থাকা কিংগা ওয়াংচুক নিখুঁত শটে পরাস্ত করেন মিতুলকে। এরপর আর ঘুরে দাঁড়ানোর উপলক্ষ্য পায়নি বাংলাদেশ। ভুটানের বিপক্ষে ১৬ ম্যাচে বাংলাদেশের জয় ১২টি, ভুটানের ২টি, বাকি দুই ম্যাচ ড্র।