দেশের প্রথম ‘ইনোভেটিভ ম্যাথ ল্যাব’স্থাপিত হলো নাপোড়া হাইস্কুলে

| রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন বাঁশখালী উপজেলায় শ্রেষ্ঠ বিদ্যালয়ের স্থান পাওয়া নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ে দেশের প্রথম ‘ইনোভেটিভ ম্যাথ ল্যাব’ স্থাপনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি সম্প্রতি এক নতুন মাত্রা যুক্ত করেছে। ম্যাথমেটিক্যাল সাইয়েন্স রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশের (এমআরআইবি) তত্ত্বাবধানে স্থাপিত এই গণিত ল্যাব গতকাল শনিবার উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এসময় উপস্থিত ছিলেন ইনোভেটিভ গণিত ল্যাবের অন্যতম ফাউন্ডার প্রেসিডেন্ট মো. রায়হানুল ইসলাম, সহ শিক্ষক মাহবুবুর রহমান, সহ শিক্ষক কাইছার উদ্দীনসহ স্কুলের শিক্ষার্থীরা। এই ম্যাথ ল্যাবে ১ বর্গফুট আকারের ১৫০টি বোর্ডে গণিত বিষয়ে শিক্ষা সহায়ক ম্যাথ টুলস রয়েছে যেগুলোকে চারভাগে ভাগ করে উপস্থাপন করা হয়েছে। তা হলো. জ্যামিতির প্রাথমিক জ্ঞান এবং মিউজিয়াম অব জিওমেট্রি ২. গণিতের সৌন্দর্য ৩. প্রকৃতিতে গণিত এবং ৪. গণিতবিদদের জীবনী। জ্যামিতির প্রাথমিক জ্ঞান এবং মিউজিয়াম অব জিওমেট্রিতে স্থান পেয়েছে বাহুভেদে ও কোণভেদে ত্রিভুজের প্রকারভেদ। সূত্রসহ সচিত্র তুলে ধরা হয়েছে সমকোণী, স্থলকোণী, সূক্ষ্মকোণী, সমবাহু, সমদ্বিবাহু ও বিষমবাহু ত্রিভুজ। চতুর্ভুজ ক্ষেত্রের মধ্যে সন্নিবেশ করা হয়েছে বর্গ, আয়ত, সামান্তরিক, রম্বস ও ট্রাপিজিয়াম। উল্লেখ্য, এমআরআইবি ২০২০ সালের ২৪ জুন প্রতিষ্ঠার পরই চট্টগ্রামে ম্যাথ এক্সিভিশন২০২০ এবং ঢাকায় ম্যাথ এক্সিভিশন২০২২ আয়োজন করে।

ঢাকায় আগামী ১৮ ও ১৯ অক্টোবর ২ দিন ব্যাপী ম্যাথ এক্সিভিশন২৪ আয়োজন করতে যাচ্ছে। ফাউন্ডার প্রেসিডেন্ট মো. রায়হানুল ইসলাম বলেন, উপযুক্ত সুযোগ সুবিধা পেলে ম্যাথ রিসার্চ উপযোগী নিজস্ব অবকাঠামো নির্মাণ করে ম্যাথ রিসার্চকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে আগ্রহী। এছাড়াও প্রত্যেক জেলা/উপজেলায় উন্মুক্ত পরিবেশে স্বতন্ত্র ‘ম্যাথ পার্ক’ (গণিতের বাস্তব উপকরণ সমৃদ্ধ, পীথাগোরাসের সূত্র ও বিভিন্ন সূত্রের বাস্তব প্রমাণ) নির্মাণ করে ভবিষ্যৎ প্রজন্মকে গণিত মনস্ক করে গড়ে তোলাই এমআরআইবি এর অন্যতম লক্ষ্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ ও পরিচর্যা অভিযান
পরবর্তী নিবন্ধছদাহা ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবি