এস আলমের গাড়ি–সংশ্লিষ্টতায় নিজের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করেন তিনি। এতে তিনি বলেন, ৪ সেপ্টেম্বর রাতে আমার পৈতৃক নিবাস জামালখান চেরাগী মোড়ের সানমার স্প্রিং গার্ডেনের গাড়ির পার্কিং থেকে এস আলম গ্রুপের মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত গাড়ি পুলিশ উদ্ধার করে। এরপরই আমার নাম জড়িয়ে বিভিন্ন পত্রপত্রিকায় এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে আমাকে জড়ানো হলেও এ ঘটনায় আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
তিনি বলেন, এ ঘটনায় আমার ন্যূনতম সম্পৃক্ততা নাই। পার্কিং এ গাড়ি রাখার ঘটনায় কারা জড়িত তা তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি। এ বিষয়ে আমার কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমি সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত আছি।
বিবৃতিতে বলা হয়, আমার বাড়ি বলা হলেও এ বাড়িতে ২৪টি ফ্ল্যাটসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। প্রতি ফ্ল্যাটের জন্য আলাদা পার্কিং বরাদ্দ রয়েছে। উক্ত ভবনে আমাদের পরিবারের চারটি ফ্ল্যাট ছাড়া বাকিগুলো বিভিন্ন ব্যক্তির কাছে ডেভেলাপার প্রতিষ্ঠান বিক্রি করেছে। আমার ব্যক্তিগত কোনো গাড়ি নেই এবং যার কারণে পার্কিংয়ে কার কি গাড়ি রাখে সে সম্পর্কেও আমি কখনো অবগত না। কিন্তু গণমাধ্যমে আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়িয়ে সংবাদ প্রকাশ করেছে। এতে করে আমার রাজনৈতিক ও সামাজিকভাবে সুনাম ক্ষুণ্ন হয়েছে। আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, গত ৪ সেপ্টেম্বর রাতে গাড়িটি উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গাড়ি উদ্ধারকালে আমি বাসায় অবস্থান করলেও কোতোয়ালী থানা পুলিশ আমার সাথে কোনো প্রকারের যোগাযোগ করেনি। গাড়িটি পার্কিং এর কোন জায়গা থেকে উদ্ধার করেছে এবং কার কাছ থেকে চাবি নিয়েছে সে বিষয়েও আমি অবগত না। যে পার্কিং এ আলোচ্য গাড়িটি পাওয়া গিয়েছে সেটাও আমার মালিকানাধীন নয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাকে দায়ি করে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
তিনি বলেন, আমাকে জড়িয়ে মিথ্যা সংবাদের কারণে গত ৫ সেপ্টেম্বর আমি পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে স্ত্রীসহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে আইনশৃঙ্খলাবাহিনী আমাকে বাধা দেয়। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে এবং আমি তার যথাযথ উত্তর প্রদান করি। তিনি ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানিয়ে বলেন, যে ঘটনার সাথে আমি কোনোভাবেই জড়িত না সে ঘটনার দায়ভার আমার কাঁধে নেয়ার কোনো কারণ নাই। আমি সেই সাথে এ বিষয়ে সরকারি সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট উদাত্ত আহ্বান জানাই– এ বিষয়ে যথাযথ তদন্ত করে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করুন এবং নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে আমাকে এবং আমার দলকে এই ঘটনা থেকে দায়মুক্তি দিন। প্রেস বিজ্ঞপ্তি।