বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার বাড্ডায় কিশোর হৃদয় আহম্মেদ হত্যা মামলায় গয়নার দোকান ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালাকে কারাগারে পাঠানো হয়েছে। তিন দিনের রিমান্ড শেষে গতকাল শনিবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই মো. সাদেক। আগারওয়ালার আইনজীবী তার জামিন চেয়ে আবেদন করেন। শুনানি নিয়ে জামিন আবেদন নাকচ করে ঢাকার মহানগর হাকিম দিলরুবা আফরোজ তিথি তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। খবর বিডিনিউজের।
তদন্ত কর্মকর্তা সাদেক তার আবেদনে বলেন, উচ্চ আদালতের নির্দেশনায় আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিছু তথ্য পাওয়া গেছে যা যাচাই করা হচ্ছে। জামিনে মুক্তি পেলে আসামির পালিয়ে যাওয়ার শঙ্কা আছে। এতে মামলার তদন্ত বিঘ্নিত হতে পারে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিতে নিহত হয় ১৬ বছরের কিশোর হৃদয়।