বাংলাদেশ জামায়াতে ইসলামী রাউজান উপজেলা দক্ষিণ শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী উত্তর জেলার শূরা সদস্য প্রফেসর ড. আবদুল হামিদ চৌধুরী বলেছেন, জামায়েতের কর্মীরা সমাজ গঠনের কাজে ভূমিকা রাখতে হবে। ভাল কাজের মাধ্যমে মানুষের অন্তর জয় করতে হবে।
গত ৬ সেপ্টেম্বর উপজেলার নোয়াপাড়া পথেরহাট একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা শাখার আমীর শাহজাহান মঞ্জু। সেক্রেটারি রিদুয়ান শাহর সঞ্চালনায় সমাবেশে প্রধান আলোচক ছিলেন, উত্তর জেলার শূরা সদস্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ আলোচক ছিলেন উত্তর জেলার শূরা সদস্য মাওলানা জামাল হোসাইন। বক্তব্য দেন, মিজানুল রহমান চৌধুরী, বেলাল মোহাম্মদ, মো. আবুল হাশেম, মো. ইউসুফ ইমন, আকতার কামাল। আলোচনা করেন ছাত্রশিবির নেতা মো. আবু বকর, মো. ফরিদুল ইসলাম আনসারী, মো. হারুন আল রশিদ, হাফেজ মো. শহিদুল ইসলাম। সমাবেশ শেষে মিছিল দক্ষিণ রাউজানের নোয়াপাড়া পথেরহাট প্রদক্ষিণ করে।












