প্রণয় কান্তি : সত্য-সুন্দরের প্রত্যাশী কবি

| রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:৩৩ পূর্বাহ্ণ

প্রণয় কান্তি (১৯৫৯২০১৭)। শিক্ষক, কবি। তিনি ছিলেন কালসচেতন স্বপ্নদ্রষ্টা উদার বিজ্ঞানমনস্ক কবি। সৃজনশীল মানুষটি তাঁর বহু প্রকাশিত অপ্রকাশিত সৃষ্টি রেখে গেছেন। রেখে গেছেন অসংখ্য গুণগ্রাহী ছাত্র ছাত্রী। তিনি চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার স্কুলের ইংরেজির শিক্ষক ছিলেন। তাঁর প্রকাশিত কাব্য গ্রন্থ বুদ্ধির মুক্তি ও বেদনা মাধুরী‘ (শুদ্ধস্বর), ‘আকাশ লীনার সাথে কিছুক্ষণ’(শুদ্ধস্বর),‘অতঃপর মেঘের কাছে’ (দেশ পাবলিকেশন্স), প্রবচনের বই ‘প্রবচন ও প্রদীপন‘ (খড়িমাটি)। প্রণয় কান্তি এক সত্যসুন্দরের প্রত্যাশী ছিলেন। ইংরেজি সাহিত্যে অধ্যয়নের সুবাদে পাশ্চাত্যের চিন্তাদর্শনসাহিত্য প্রভৃতির বিস্তর পাঠের অবকাশ তাঁর হয়। তাঁর সমস্ত ভাবনার কেন্দ্রে ছিলো স্বদেশস্বজাতির কল্যাণচেতনা। মূলত বিজ্ঞানসচেতন গদ্য এবং কবিতা এই দুই মাধ্যমেই পথ চলেছেন প্রণয় কান্তি। গদ্যে তিনি বক্তব্যপ্রকাশে ছিলেন দৃঢ় ও সাহসী। যুক্তি ছিলো তাঁর প্রাথমিক হাতিয়ার। আসলে যাকে তিনি বুদ্ধি বলতে চান সেটা হচ্ছে যুক্তি আর কে না জানে যুক্তির নেপথ্যে থাকে বিজ্ঞানের শক্তি। ইংরেজি সাহিত্যে স্নাতক প্রণয় কান্তির মন ও মননে প্রকৃত অধিবাস ছিল বৈজ্ঞানিক জিগীষার। ফলে তিনি প্রবলভাবে ইহজাগতিক। তাঁর কবিতায়ও তিনি ইহজাগতিকতাকে ভাবনাকে অনুভব করেছেন। দীর্ঘ ১৬ বছর কোলন ক্যানসারের সাথে যুদ্ধ করে ২০১৭ খ্রিষ্টাব্দে ৮ই সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু নিয়ন্ত্রণ : আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বয়ে সম্মিলিত প্রচেষ্টা জরুরি
পরবর্তী নিবন্ধএই দিনে