বড়হাতিয়া দারুল কোরআন দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

| শনিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:৫৫ পূর্বাহ্ণ

লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের প্রথিতযশা দ্বীনি প্রতিষ্ঠান বড়হাতিয়া দারুল কোরআন দাখিল মাদ্রাসায় অর্ধ বার্ষিক পরীক্ষার ফলাফল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মাওলানা আহমদ হোসাইন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব খোরশেদ আলম, প্রধান মেহমানের বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য শুয়াইব বিন নূর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার সম্মানিত শিক্ষক ও শিক্ষিকামণ্ডলী।

এতে বক্তারা বলেন, এলাকার ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত করে দেশ ও জাতির জন্য সম্পদে পরিণত করাই বড়হাতিয়া দারুল কোরআন দাখিল মাদ্রাসার উদ্দেশ্য। এ উদ্দেশ্য বাস্তবায়নে অভিভাবকঅভিভাবিকাদের সহযোগিতা একান্ত কাম্য। অবহেলিত এলাকায় গড়ে উঠা এই প্রতিষ্ঠানটির সুনাম যাতে উত্তরোত্তর বৃদ্ধি পায় সে ব্যাপারে এলাকাবাসীরও রয়েছে কিছু নিজস্ব দায়িত্ব ও কর্তব্য। বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, সকলের দায়িত্বশীল ভূমিকা এ প্রতিষ্ঠানটিকে একদিন মডেল দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে শাহ এমদাদীয়ার রক্তদান কর্মসূচি
পরবর্তী নিবন্ধদক্ষিণ বাকলিয়া ওয়ার্ড যুবদলের বিক্ষোভ মিছিল