আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। দুইবার জিতেছেন কোপা আমেরিকার শিরোপা। লিওনেল মেসির সঙ্গে তার জুটিতে এসেছে আলবিসেলেস্তেদের অনেক স্মরণীয় জয়। সেই অ্যাঞ্জেল ডি মারিয়াকে আর্জেন্টিনার জার্সি গায়ে আর কখনোই মাঠে দেখা যাবে না। কারণ তিনি নাম লিখিয়েছেন সাবেকদের কাতারে। ২০২৪ কোপা জিতে জাতীয় দল থেকে অবসর নেন ডি মারিয়া। অবসর নেওয়ার পর আজ প্রথমবার মাঠে নেমেছিলেন তিনি। তবে খেলোয়াড় হিসেবে নয়। চিলির বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ মাঠে গড়ানোর আগে বিদায় নিতে তিনি সপরিবারে মাঠ প্রদক্ষিণ করেন। এসময় সমর্থক ও সতীর্থদের কাছ থেকে পান উষ্ণ বিদায়ী অভিবাদন। দর্শকদের উদ্দেশে হাত নাড়তে নাড়তে নিজে কেঁদেছেন ডি মারিয়া। সে সাথে কাঁদিয়েছেন সবাইকেই। তার স্ত্রী–কন্যাদের চোখেও তখন টলমল করছে জল। সবমিলিয়ে আবেগঘন এক বিদায়ী মুহূর্তের সাক্ষী হয় বুয়েনস আয়ার্সের এল মনুমেন্টাল। তবে বিদায় নেওয়ার পর মাঠ ত্যাগ করলেও গ্যালারিতে পরিবারের সঙ্গে বসে মেসিদের খেলা উপভোগ করেছেন। ম্যাচ শুরুর আগে ডি মারিয়া জানিয়ে দেন, এখন থেকে আর্জেন্টিনা দলের ভক্ত হিসেবে খেলা দেখবেন তিনি। মাঠের বাইরে থেকে দিয়ে যাবেন সমর্থন। আবেগে গলা ধরা আসছিল তার। তবু নিজেকে সামলে নিয়ে তিনি বলেন, ‘আমার ভেতরে অনেক ধরনের অনুভূতি কাজ করছে। কথা বলতেই কষ্ট হচ্ছে। আমি আর্জেন্টাইন ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। আমি ১৬ বছর তাদের সঙ্গে কাটিয়েছি। আমি অনেক কঠিন সময় পাড়ি দিয়েছি এবং হাসিমুখে শেষ করেছি। আমি এখন শুধুই একজন ভক্ত। আমি এখন পরিবারকে নিয়ে গ্যালারিতে) বসবো। আমি কোপা আমেরিকা ও বিশ্বকাপ দেখবো এবং আর্জেন্টিনা দলকে সমর্থন দিয়ে যাব। গতকাল আর্জেন্টিনা দল যখন ওয়ার্ম–আপ করছিল তার আগে পরিবারের সদস্যদের নিয়ে মাঠে নামেন ডি মারিয়া। জাতীয় দলের হয়ে তার সেরা সব মুহূর্তগুলো দেখানো হয় বড় পর্দায়। একটি খোলা চিঠি পড়ে শোনান ডি মারিয়ার মেয়ে মিয়া মারিয়া। এসময় আর্জেন্টিনার সব ফুটবলারের গায়ে ছিল ডি মারিয়ার জাসি । যেখানে থাকতে পারতেন মেসিও। কিন্তু ইনজুরি পুনর্বাসনে যুক্তরাষ্ট্রে থাকায় এই বিদায়ী আয়োজনে সশরীরে থাকা হয়নি আর্জেন্টিনা অধিনায়কের। তবে দীর্ঘ দিনের সতীর্থ ও কাছের বন্ধুর জন্য ভিডিওবার্তা দেন আটবারের ব্যালন ডি ‘অর’ জয়ী। মেসি বলেন আমি খুবই দুঃখিত, তোমার বিশেষ উপলক্ষের সময়টাতে থাকতে পারলাম না। আশা করি পরিবার ও কাছের মানুষদের নিয়ে তুমি এই রাতটি উপভোগ করেছ। তুমি আমাদের যা দিয়েছ এই সম্মাননা তোমার প্রাপ্য। ব্যক্তিজীবনে আমাদের যা কিছু বলার ছিল, আমরা একে অপরকে বলেছি। একসঙ্গে এত বছর কাটাতে পারার সৌভাগ্য হয়েছে আমাদের।